নরকের হাট ꡶ Hell Market
![]() |
Hell Market |
নরকের হাট ꡶ Hell Market
হাট বসেছে ভাগাড় ধারে
কুকুর বিড়াল সস্তা দরে!
হোক না সে সব মরা পঁচা
মানুষ কি আর খাচ্ছে কাঁচা?
নানান স্বাদের খাবার হবে
পাঁচ আঙ্গুলই চেটে খাবে?
হোয়াইস্ অ্যাপে করবে পোষ্ট
কেমন করে খাচ্ছে রোষ্ট!
নেট দুনিয়াই দেখছে সবে
কোথায় কি কি মারছে সবে!
সেগুলো কেন বাদ খাবে আর
মুখোরোচক পদের বাহার!
শকুনগুলোর করুন দশা
এমনিতেই নেই বাঁচার আশা!
যাওবা ছিল ভাগাড়গুলো
সেই দিকেতেও নজর দিন
ঐ যেন কি যাচ্ছে দেখা
মানুষেরই ভাগ্য লেখা।
যদি চলতে থাকে এমন ভাবে
একদিন মানুষ মেরে মানুষই খাবে।
এমন
মজার মজার কবিতা পড়ার জন্য আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। এই
ওয়েবসাইটটিতে আরও বিভিন্ন লেখালেখি আছে যা পড়ে আপনাদের
বিভিন্ন ধরনের উপকার হতে পারে। কারণ
আমাদের সাইটটি সেভাবেই তৈরি করা হয়েছে। যা
পড়বেন তো শিখবেন, বুঝবেন
ও আনন্দ পাবেন। এ
আশা ব্যক্ত করে এখানে শেষ করছি।
সংগ্রহে: আনাসটেক বাংলা