মজার কৌতুক ꡶ Funny Joke

 

Funny Joke
Funny Joke


মজার  কৌতুক ꡶ Funny Joke


স্বামী ও স্ত্রী 

মধু মিয়ার ছেলে, নাম আদা মিয়া। আদা মিয়ার একমাত্র ছেলে বদহজমে ভুগছে। আদা মিয়া মাঠে কাজ করতে যাওয়ার আগে এক কবিরাজের বাড়িতে গিয়ে ছেলেকে দেখে আসার জন্য অনুরোধ করল। কবিরাজ রোগী দেখে তার মাকে নির্দেশ দিয়ে যান, মধুসহ আদা বাটার রস খাওয়াতে। মাঠ থেকে স্বামী ফিরে আসে ঘরে। 

স্বামী: কবিরাজ আইছিলো?

স্ত্রী: হ, আইছিলো।

স্বামী: ওষুধ দেছে?

স্ত্রী: না, যা দেছে তা বানাইয়া খাওয়াতে কইছে।

স্বামী: ক্যামনে?

স্ত্রী: কইছে আপনারে ও শ্বশুর মেয়ারে ছেইচ্যা দিনে দুই-তিন ফোটা করে ভরা প্যাটে খাওয়াইতে। 


মা ও ছেলে

মা: মাথার চুল ছেটে এসে ছেলেকে বলল- দেখতো আমায় কেমন দেখাচ্ছে।

ছেলে: ঠিক আব্বুর মত দেখাচ্ছে।

মা: এই বদমাশ ছেলে!

ছেলে: ঠিক বলেছি আব্বুর চুল যত বড় তোমার চুলও ঠিত আব্বুর মত।


দুই ভাই 

বড় ভাই: ছোট, ক্ষুধা লেগেছে। চল ঐ চাইনিজ রেস্টুরেন্টে যাই। কিছু ডিম খাওয়া যাবে। 

ছোট ভাই: চল, তারপর ঢুকলো দুই ভাই। 

বড় ভাই: ওয়েটার দুই জনের জন্য ২টি করে ডিম ও ৫টি পরটা দিনতো। ওয়েটার দিল ডিম ও পরটা। হঠাৎ বড় ভাই বলে উঠল ছোট ডিম থেকে বাচ্চা বের হচ্ছে। 

ছোট ভাই: ভাই, বাচ্চাসহ খেয়ে ফেল। না হলে বাচ্চার দামও দিতে হবে।


শিক্ষক ও ছাত্র

ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন। 

শিক্ষক: এই ছেলে তুমি পড়া বলো।

ছাত্র: স্যার পড়া ভুলে গেছি।

শিক্ষক: হাত পাতো, তোমাকে পিট্টি খেতে হবে।

ছাত্র: তাহলে স্যার আমাকে বাথরুমে যেতে হবে।

শিক্ষক: বাথরুমে কেনো?

ছাত্র: স্যার, হাত ধুতে। মা বলেছেন, কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নেবে। 


তিন বন্ধু

একদিন তিন বন্ধু বসেছিল। তাদের মধ্যে আলাপ-আলোচনা চলছিলো-

প্রথম বন্ধু বললো: 

আমার বাবা হকি খেলতে গিয়ে একবার পা ভেঙে ফেলেছিলেন। তারপর তিনি লোহার পা লাগান।

দ্বিতীয় বন্ধু বললো: 

আমার বাবা এ্যারোপ্লেন থেকে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিলেন। তখন তিনি কাঠের হাত লাগান।

তৃতীয় বন্ধু বললো: 

আমার বাবার যুদ্ধের ময়দানে গিয়ে পেট কেটে গিয়েছিল। তখন তিনি গরুর পেট লাগিয়েছিলেন। তখন থেকে আমাদের আর গরু কেনা লাগে না। বাবাই আমাদের দুধ দেন। 


সংগ্রহে: আনাসটেক বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url