ভূত ꡶ The Ghost
![]() |
The Ghost |
আসসালামু আলাইকুম
এক সময় একটা ভূত ছিল।
সে সময়ের মধ্যে র্সবাধিক নিয়ম ছিল মানুষকে ভয় দেখানো এবং সবচেয়ে ভয়ঙ্কর হওয়া। কিন্তু এমন এক ভূত ছিল যে মানুষকে ভয় দেখাতে বা হত্যা করতে পছন্দ করত না। তিনি তাদরে সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন। তাই সে নিজেকে মানুষের মতো করে তুলেছে সে নিজের নাম দিয়েছে ক্যাসপার। সে হেরিন নামে একজন বন্ধু তৈরি করেছিল। হেরিন একজন প্রতিভাবান ছেলে ছিলেন, তিনি শিক্ষা এবং খেলা বা খেলাধুলা ক্ষেত্রেই প্রথম ছেলে ছিলেন। ক্যাসপার তাকে খুব পছন্দ করেছিল, সে তার কাছে ভূত সর্ম্পকে সত্য প্রকাশ করতে এবং নিন্দা করতে ইচ্ছুক ছিল। অন্য ভূতরে খবর পাওয়া মাত্রই তারা তাকে থামাতে যায়। যখন তারা ক্যাসপাররে কাছে পৌঁছে তখন তারা তাকে হত্যা করতে যাচ্ছিল।
কিন্তু সেখানে প্রধান ব্যবস্থাপক তাদের সবাইকে থামিয়ে দেন। তিনি সবাইকে বললেন, ভূতকে বোঝানো ভালো হবে তারপর সহর্কমী ভূতকে মেরে ফেলা। সবাই শান্ত হল এবং ক্যাসপারকে বোঝানোর চেষ্টা করল কিন্তু ক্যাসপার বলেছিল যে শত্রু হয়ে সুখে বন্ধু হয়ে একসাথে বসবাস করা ভাল। সবাই ক্যাসপাররে দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছিল। তারা সকলেই মানুষের সাথে সহযোগিতা করার জন্য তাদরে যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু সমস্ত মানুষ তাদের সাহায্যের হাত প্রত্যাখ্যান করেছিল, তখন সমস্ত ভূত খুব রেগে গিয়েছিল এবং সমস্ত মানুষকে হত্যা করতে যাচ্ছিল। তারপর ক্যাসপার আবার তাদের বোঝালেন এবং মানুষের কাছে গেলেন এবং বিনয়ের সাথে তাদের কঠোর না হতে এবং তাদের সাহায্য গ্রহণ করতে বললেন। সমস্ত মানুষ তাদের সাহায্য গ্রহণ করেছিল এবং সেই দিন থেকে সমস্ত মানুষ এবং ভূত ভাই-বোন হিসাবে একসাথে কাজ করেছিল।
নৈতিকতা: যত ছোটই হোক না কেনো কেউ পার্থক্য করতে পারে।
The Ghost
Assalamu Alaikum
once upon a time there was a
ghost.
Among that time
there utmost rule was to scare people and be the scariest. But there was a
ghost who didn’t like scaring people or killing them. He wanted to be friends
with them. So he made himself more like humans he named himself Casper. he made
a friend named henry. Henry was a talented boy, he was the first boy in both
education and games or sports. Casper liked him very much, he was willing to
express and revile the truth about ghosts to him. As soon as the message was
found by the other ghosts they immediately went to stop him. When they got near
Casper they were going to kill him.
But there chief manager stopped all of them. He
told everyone that it would be better to make a ghost understand then to kill a
fellow ghost. Everybody calmed down and tried to make Casper understand but
Casper said it would be better to live together happily friends then to be
enemies. Everybody understood Casper’s point of view. All of them tried their
best to co-operate with humans, but all the humans rejected their hand of help,
then all the ghosts were so angry and was about to kill all the humans. Then
Casper again made them understand and went to the humans and asked them
politely to not be harsh and accept their help. All the humans accepted their
help and from that day all the man and ghosts worked together as brothers and
sisters.
Moral: One can make a difference no matter how small.
মানুষ গল্প পড়তে খুব ভালোবাসে। যত বেশি গল্প ও জ্ঞানমূল বই পড়বে তত জ্ঞান আহরণ করবে। ভূত একটি গল্প যার ফলে তিনি এই আধ্যাত্মিক বিষয়টি সম্পর্কে বুঝতে পারছে- যদি হয় জ্ঞানমূলক। মানুষ যদি মনে এটা তার জন্য খুব ভালো সেটাই সে করবে এবং আনন্দ ভোগ করতে এটাই জ্ঞানী মানুষের পরিচয়।
Collected by: AnasTech Bangla