কী পেলাম আমি? ꡶ What did I get?
![]() |
What did I get |
আসসালামু
আলাইকুম
জীবনে প্রাপ্তি টা কী? জীবনের কাছে আমাদের চাওয়াটা-ইবা কী? আমাদের জীবনটা এক পলকের। আমরা যদি চাওয়া-পাওয়ার হিসাব করতে থাকি তবে কী পেলাম আর কী পেলাম না সেই হিসাব-নিকাশ করতে করতেই আমাদের জীবন পার হয়ে যাবে। পাওয়া আর হবে না কিছুই। আসলে প্রাপ্তি টা হচ্ছে আত্মীক বিষয়। কেউ অল্প পেয়েই খুশি থাকে কেউ বা অনেক পেয়েও খুশি হয় না। আমরা শুধু চাই আর চাই। এটা চাই, ওটা চাই, সেটা চাই, চাওয়ার আর শেষ নাই। অনেক কিছু আছে কিন্তু সুখ নাই।
আবার আমদের অনেকের হয়তো বলার মত সেরকম কিছুই নেই কিন্তু সুখ আছে অনেক। আসলে আমাদের প্রাপ্তি ও সুখ নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। কোন একটি বিষয় বা কোন একটি জিনিস আমরা যেই দৃষ্টিভঙ্গিতে দেখতে চাইবো সেটা সেই দৃষ্টিভঙ্গিতেই দেখতে পাব। যদি মনে করি জীবনে আমি অনেক কিছু পেয়েছি তবে আমার প্রাপ্তি যাই হোকনা কেন আমি জীবনে সুখী থাকব। আর যদি মনে করি কী পেলাম আমি, তবে জীবনে প্রাপ্তি যা-ই থাকুক না কেন সুখ থাকবেনা একটুও।
এখন আমার নিজের কাছে নিজের প্রশ্ন কী পেলাম আমি? পেয়েছি অনেক কিছু, আবার হয়তো পাইনি কিছুই। আমি চাই আমার একটি পরিচয়। পরিচয় আমার অনেকই আছে। কারো মেয়ে, কারো স্ত্রী, কারো পুত্রবধু, কারো মা। সবইত আমার পরিচয়। তবে এই পরিচয়গুলোর মধ্যে আমার নামটিতো কোথাও নেই। সবাই আমাকে চেনে অমকের মেয়ে, অমকের স্ত্রী, অমকের পুত্রবধু, অমকের মা। এখানে আমার নামটি কোথায়? আমার নামে-ত আমাকে কেউ চেনে না। আমি চাই আমার নামে আমাকে সবাই চিনুক। এটাই আমার প্রত্যাশা।
মানুষ এক সময় এসে বুঝতে পারে, সে তার সারা জীবনে যা কিছু করেছে সবকিছু এখন ইতিহাস হয়ে যাচ্ছে। তখন বুঝতে পারে কী পেলাম বা পেলাম না। পাওয়া বা না পাওয়ার বিষয় না আসলে। বিষয়টি হলো তার জীবনের উপলব্ধি করাটা। মানুষের জীবনের এমন হাজার হাজার চিন্তাভাবনা থাকবে। এটাই তো জীবন। আশা আপনার জীবন সুন্দর হোক শুভকামনা রইলো।
শেষ কথা হলো প্রতিটি মানুষের চাওয়া ও পাওয়ার শেষ নেই। আমরা লেখাটিতে বুঝাতে চেয়েছি যে, মানুষ তার শেষ জীবনে এসে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসেব-মিকেশ করতে থাকে এবং বলতে থাকে কী পেলাম বা পেলাম না। জীবনের এমন পরিসংখ্যানে কেউ উত্তীর্ণ হয় আবার কেউ উত্তীর্ণ হয় না এটাই জীবনের খেলা। এই খেলায় বিজয়ী হতে হলে তাকে পরিশ্রমী হতে হবে এবং জীবনের প্রতিটি সময়কে গুরুত্ব দিতে হবে। যারা পেরেছে তার জীবনে উপভোগ করতে পেরেছে আর যারা ব্যর্থ হয়েছে তার উপভোগ করতে পারেনি এটাইতো জীবনের নিয়ম। এমন ধরনের মজার মজার লেখা নিয়ে আমরা আপনাদের সামনে আসবো এ আশা ব্যক্ত করে আজকে শেষ করছি।
সংগ্রহে: আনাসটেক বাংলা