কম্পিউটার হার্ডওয়্যার অ্যাসেম্বলি ও মেইনটেন্যান্স করবেন কিভাবে ꡶ How to do computer hardware assembly and maintenance

 
How to do computer hardware assembly and maintenance
How to do computer hardware assembly and maintenance

কম্পিউটার হার্ডওয়্যার অ্যাসেম্বলি ও মেইনটেন্যান্স করবেন কিভাবে ꡶ How to do computer hardware assembly and maintenance


উদ্দেশ্য:

একটি কম্পিউটার অ্যাসেম্বলি ও মেইনটেন্যান্স করতে যে সকল ডিভাইস সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। নিম্নে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো উল্লেখ করা হলো:  

* Motherboard 

* Processor

* Cooling Fan

* RAM

* Hard Disk

* Power Supply

* DVD ROM R/W

* SATA/PATA Cable

* Casing

* Keyboard

* Mouse

* Monitor


অ্যাসেম্বলি ও মেইনটেন্যান্স সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো:


Motherboard:

প্রথমে একটি মাদারবোর্ড সিলেক্ট করতে হবে। মূলত একটি কম্পিউটারের প্রধান প্রাণকেন্দ্র হলো মাদারবোর্ড। 


Processor:

মাদারবোর্ড এর কনফিগার অনুযায়ী একটা Dual Core / Core i3 / Core i5 / Core i7 ইত্যাদি পিনলেস Processor নির্বাচন করতে হবে।


Cooling Fan:

মাদারবোর্ড এর সাথে Processor সংযুক্ত সম্পূর্ণ হলে Processor এর উপর থার্মলপেষ্ট ব্যবহার করতে হবে থার্মপেষ্ট Processor অতিরিক্ত গরম হতে ঠান্ডা রাখবে এবং এর উপর কুলিংফ্যান সেট করতে হবে।


RAM:

মাদারবোর্ড অনুযায়ী RAM DDR1 / DDR2 / DDR3 / DDR4 RAM সিলেক্ট করতে হবে। এরপর RAM এর নোজ ঠিক রেখে RAM এর স্লাটে RAM চাপ দিয়ে RAM বসিয়ে দিতে হবে। 


Hard Disk:

হার্ডডিস্ক এর যথাযথ স্থান অনুযায়ী হার্ডডিস্কটি স্থাপন করতে হবে এবং পাওয়ার ক্যাবল ও সাটাক্যাবল সংযোগ দিতে হবে। হার্ডডিস্কটি স্ক্রু দিয়ে ভালভাবে ক্যাসিং এর সাথে আটকে দিতে হবে।


DVD ROM R/W:

ডিভিডি রমটি যথাযথ স্থান অনুযায়ী ডিভিডি রম স্থাপন করতে হবে এবং পাওয়ার ক্যাবল ও সাটাক্যাবল সংযোগ দিতে হবে। ডিভিডি রমটি স্ক্র দিয়ে ভালভাবে ক্যাসিং এর সাথে আটকে দিতে হবে।


Power Supply:

মাদারবোর্ড থেকে পাওয়ার সুইচ ও কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার জন্য Power Led/Power Sw/Reset/HDD Led মাদারবোর্ডের সাথে সঠিকভাবে কানেকশন দিতে হবে। মাদারবোর্ড এ কানেকশন দেওয়া আগে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা পরীক্ষা করে নিতে হবে এবং ক্যাবলটি মাদারবোর্ডের সাথে আটকে দিতে হবে।


SATA/PATA Cable:

সকল ডিভাইসগুলোর সাথে সংযুক্ত করার জন্য SATA/PATA Cable প্রয়োজন হয় এবং ভালো ক্যাবলগুলোকে নির্বাচন করতে হবে। ডিভাইসগুলোর কানেকশন সঠিকভাবে সম্পূর্ণ করার পর সিপিইউতে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।


Casing:

একটি পছন্দ অনুযায়ী ক্যাসিং নির্বাচন করতে হবে। এরপর সকল ডিভাইসগুলোকে ভালভাবে সংযুক্ত করতে হবে। সকল কানেকশন সঠিকভাবে সম্পূর্ণ হলে সিপিইউতে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।


সতর্কতা:

* সাবধানে কানেকশন দিতে হবে।

* সতর্কতার সাথে পাওয়ার সরবরাহ করতে হবে।  


এছাড়া আরও কম্পিউটার কম্পোনেন্ট যেমন মাউস, কিবোর্ডপ্রিন্টিারঅপটিকাল ড্রাইভ ইত্যাদি প্রয়োজন অনুযায়ী সংযুক্ত করতে হবে। উপরিক্তো প্রতিটি ডিভাইসগুলোকে কনফিগারেশন করতে হবে এবং পছন্দ অনুযায়ী উইন্ডোজ সেটআপ প্রক্রিয়া শুরু করতে হবে। এভাবে আপনার পছন্দ অনুযায়ী স্বল্প মূল্যের একটি পিসি বা কম্পিউটার বানিয়ে নিতে পারবেন আপনি যদি সঠিকভাবে এ্যাসেম্বিলি করতে পারেন এই শিক্ষাটাই আনাসটেক বাংলালক্ষ্য উদ্দেশ্য 


সংগ্রহে: আনাসটেক বাংলা

Previous Post
No Comment
Add Comment
comment url