হাসতে চাইলে পড়তে থাকুন ꡶ Keep reading if you want to laugh
![]() |
Keep reading if you want to laugh |
চোরের লজ্জা
একদিন এক চোর এক সুদখোরের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। তখন ঐ সুদখোর বলল- কীরে ভদ্রলোকের বাড়িতে চুরি করতে তোর লজ্জা করে না। তখন ঐ চোরটা বলল- লজ্জা করে বলেই তো আপনার বাড়িতে এসেছি।
ছুটিতে আছি
এক পুলিশ ঈদের ছুটি পেয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গেল। একদিন রাতে তার বাড়িতে ডাকাত পড়ল। ডাকাত দল পুলিশের স্ত্রীর গহনাসহ তাকে নিয়ে যাচ্ছিল। তার স্ত্রী বললো, আমাকে বাচাও, আমাকে ডাকাত ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ ঘুমাচ্ছিল। সে বললো, আমি ছুটিতে আছি। এখন ডাকাত ফাকাত ধরতে পারবো না।
কিশোরের আল্লাহর প্রতি ভক্তি
এক কিশোরের ঈদে মার্কেট করা হয়নি। তার বাবা দরিদ্র বলে কিছু কিনে দিতে পারেনি। তাই সে আল্লাহর কাছে চিঠি লেখলো যে, আমার ঈদের মার্কেট করার জন্য এক হাজার টাকা পাঠিয়ে দাও। চিঠিতা সে ডাকঘরে পোষ্ট করে দিল। যখন এক ডাককর্মকর্তা তার চিঠিটা দেখল, তখন আল্লাহর প্রতি ভক্তি দেখে তার মায়া হলো। তাই সে চাঁদা তুলে পাঁচশ টাকা ঐ কিশোরের কাছে পাঠিয়ে দিল। যখন কিশোর পাঁচশ টাকা পেল, সে বলল আল্লাহ আমি জানি তুমি এক হাজার টাকা পাঠিয়েছো। পাঁচশ টাকা ডাক অফিসের লোকেরা মেরে খেয়েছে।
লাল সুইচ
একদিন এক লোক বিমানে করে বিদেশে যাচ্ছিল। তো একজন মহিলা এসে বললো, স্যার আপনি কি কিছু খাবেন। তো লোকটা বললো, আমি কিছু খাব না। আমি থুথু ফেলব। মহিলাটি বললো, আপনি ঐ দিকে যেয়ে দেখবেন একটা লাল সুইচ আছে, ঐখানে টিপ দিবেন। আর ওটা হা করলে ঐখানে থুথু ফেলে চলে আসবেন। তো লোকটা ঐখানে গেছেন। একটা লোকের টাক মাথার উপর একটা ফোঁড়া লাল হয়ে পেঁকে আছে। লোকটা ফোঁড়ার উপর টিপ দিলে লোকটা আ... করে ওঠে। তখন ঐ লোকটা লোকটার মুখের উপর থুথু ফেলে চলে আসে।
বাবা ও ছেলে
বাবা: কিরে পরীক্ষা কেমন দিলি?
ছেলে: আগের পরীক্ষার মতো।
বাবা: আগেরটা কেমন হয়েছিল?
ছেলে: আজকের মতো।
বাবা: দুটো পরীক্ষা কেমন হয়েছে?
ছেলে: একই রকম।
দুই ভাই
বড় ভাই: আচ্ছা করিম তুই কাকে ভয় করিস, বাঘকে না মশাকে?
ছোট ভাই: আমি বাঘকে বেশি ভয় করি।
বড় ভাই: আমি মশাকে ভয় করি।
ছোট ভাই: ভাইয়া কেনো?
বড় ভাই: বাঘের ভয়ে আমরা বাঘকে খাঁচায় বন্দি করি। মশার ভয়ে আমরা নিজেরাই খাঁচায় (মশারীতে) ঢুকি।
একটি ইন্টারভিউ
প্রশ্নকর্তা: একটা প্লেনে ৫০ টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?
প্রার্থী: এটা তো সোজা, ৪৯ টা।
প্রশ্নকর্তা: বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?
প্রার্থী: হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।
প্রশ্নকর্তা: এক বৃদ্ধা কুমির ভর্তি একটা খাল পার হলো কোন ক্ষতি ছাড়াই, কীভাবে?
প্রার্থী: কারণ, কুমিররা সিংহের জন্মদিনে গেছে।
প্রশ্নকর্তা: শেষ প্রশ্ন, তারপরও বৃদ্ধা মারা গেলেন, কেন?
প্রার্থী: উমম...... আমার মনে হচ্ছে তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন।
প্রশ্নকর্তা: না, প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল সেটা তার মাথায় পড়েছিল, আপনি এখন আসতে পারেন।
মানুষ যত হাসবে তার হার্ডবিট তত ভালো থাকবে। কথায় আছে- হাসলে মানুষের হার্ডবিট ভালো থাকে। কৌতুক একটি আনন্দ দেয় যা ফলে হাসি আসে। যার ফলে মানুষের মন ও স্বাস্থ্য উভয়ই ভালো থাকে। হাসি মানুষের জীবনে ঔষুধ হিসেবে কাজ করে। আপনার জীবন হাসি ও আনন্দের মধ্যে থাকুক- এই আশা কামনা করি।
সংগ্রহে: আনাসটেক বাংলা