দেখা হয় নাই চক্ষু মেলিয়া ꡶ Did Not Meet The Eyes
![]() |
Did Not Meet The Eyes |
আসসালামু
আলাইকুম
দার্শনিক
সেন্ট অগাস্টিন বলেছেন, পৃথিবী একটা বই আর যারা
ভ্রমণ করে না তারা বইটি
পড়তে পারে না। বাইরের
জগতের সঙ্গে যোগাযোগ স্থাপন ও তা থেকে
বাস্তব জ্ঞান অর্জন ভ্রমণের মূল উদ্দেশ্য। জ্ঞানলাভের
দুটি উপায়ের একটি হলো বইপড়া, অন্যটি ভ্রমণ করা। বিশ্বের
বিচিত্র স্থানগুলো চাক্ষুষ অভিজ্ঞতার মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে আমাদের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। বিশ্বের
বিভিন্ন বৈচিত্র্যময় স্থান সম্পর্কে প্রত্যক্ষ ও বাস্তব জ্ঞান
লাভ করা। তাই
আমরা বিশ্বের বিভিন্ন স্থানগুলোতে ভ্রমণ করি এবং আমাদের জ্ঞানকে আলোয় আলোকিত করি।
প্রতিটি
মানুষের উচিত শত ব্যস্ত কর্মের
মধ্যে থেকে একটু সময় বের করা। যাতে
সে বিশ্বে অন্য কোনো দেশ না হোক অন্যতত
নিজের দেশের যেকোনো সুন্দরি একটি স্থানে বেড়াতে পারে। সে
যখন বেড়ানো থেকে কাজে ফিরবে দেখবেন কাজের গতি বেড়ে গেছে এবং তার মধ্যে কাজের মনযোগ বৃদ্ধি পেয়েছে।
পৃথিবীতে
যে যত দেশ ভ্রমন
করেছে সে তত বেশি
জ্ঞান অর্জন করেছে কারণ মানুষের সাথে না মিশলে যেমন
মানুষ চেনা যায় না ঠিক দেশ
ভ্রমন না করলে নিজের
দেশের মানুষ এবং অন্য একটি দেশের মানুষের মধ্যে পার্থক্য কি বোঝা যায়
না। তাই
আপনাকে তা বুঝতে হলে
আপনা বেড়াতে হবে।
যে
জাতি যত পরিশ্রমি সে
জাতি তত উন্নত।
কারণ বর্তমান যুগে আপনাকে টিকে থাকতে হলে পরিশ্রমি হওয়া ছাড়া কোনো পথ নেই। যেমন- চিন ও জাপান দেশের
মানুষগুলো পরিশ্রমি হওয়ার কারণে আজ তারা সারা
বিশ্বের কাছে উন্নতি জাতি হিসেবে পরিচিত। সারা
বিশ্বে তাদের বিভিন্ন তৈরি যন্ত্রপাতি তাদের নাম অনুযায়ী পরিচিতি পেয়েছে যেমন- চাইনিজ প্রোডাক ও জাপানি প্রোডাক
হিসেবে।
শেষ
কথা হলো আপনাকে ভালো কিছু করতে হলে আপনাকে পৃথিবীটিকে জানতে হবে, বুঝতে হবে এবং বই হিসেবে পড়তে
হবে। তাহলে
আমাদের জাতিকে আমরা বিশ্বের বুকে উন্নতি জাতি হিসেবে পরিচিতি লাভ করাতে পারবো এটাই হলো আমাদের মূল কথা। তাই
বলবো পৃথিবীটাকে বইয়ের মতো করে পড়তে থাকুন, বুঝতে থাকুন দেখবেন মনে পড়ে যাবে দেখা হয় নাই চক্ষু
মেলিয়া কথাটি। মজার
মজার নতুন কোনো একটি লেখা নিয়ে আবার আপনাদের কাছে আসবো এ আশা ব্যক্ত
করে আজকে শেষ করছি।
সংগ্রহে: আনাসটেক বাংলা