বই পড়ি আলোকিত মানুষ গড়ি ꡶ Read Books And Become Enlightened People
![]() |
Read Books And Become Enlightened People |
আসসালামু
আলাইকুম
শিক্ষা ও গ্রন্থাগার মূলত একই গন্তব্যের অভিযাত্রী। যার উদ্দেশ্য মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গুণগত পরিবর্তন সাধন এবং প্রগতির দিক ধাবিত করা। শিক্ষার মূল উৎস জ্ঞান সামগ্রী এবং সেগুলোর প্রাণকেন্দ্র গ্রন্থাগার। একটি আধুনিক গ্রন্থাগার দেশ-বিদেশি বিভিন্ন ধরনের হাজারো বইয়ে সমৃদ্ধ হয়। অধ্যায়কারীদের কাছে এ যেন জ্ঞানরাজ্যের এক মজার তথ্য ভান্ডার। পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি নতুন জ্ঞান লাভের তৃষ্ণা অধ্যানকারীদের করেছে গ্রন্থাগারমুখী। তাই আমরা বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞান বিশ্ব দরবারে প্রশারিত করি এবং আমাদের জীবনকে আলোয় আলোকিত করি।
শিক্ষার মূল মাধ্যম হলো বই। কারণ প্রাথমিকভাবে মায়ের হাত ধরে যে শিক্ষা পাই তা হলো বই থেকে। প্রতিটি শিশু তার মায়ের কাছ থেকে মৌখিক ও বইয়ের মাধ্যমে আস্তে আস্তে ভাষা জ্ঞান অর্জন করতে থাকে। আর এই শিক্ষাকে আমরা মাতৃভাষা শিক্ষা বলে থাকি। প্রতিটি মা-বাবা চাই তার সন্তান পরিপূর্ণ শিক্ষিত মানুষ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক।
মানুষ
যখন তার একাডেমিক শিক্ষার গন্ডি পার করে জীবন-জীবিকার গন্ডির মধ্যে প্রবেশ করে তখন তাদের মধ্যে ধীরে ধীরে বই পড়ার মনযোগ
হারিয়ে যায়। কারণ
তার মধ্যে সংসারধর্ম তাড়া সবসময়। হাতে
গোনা কিছু মানুষ ছাড়া সবাই এই সমস্যায় ভোগে।
শিক্ষার
গন্ডিকে ধরে রাখার জন্য আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে। প্রচার-প্রসার চালাতে হবে। যাতে
মানুষ শত কর্মের মধ্যে
থেকেও একটু সময় বের করে তার পছন্দ মতো বই পড়তে পারে। তাহলে
আস্তে আস্তে আমাদের জাতি শিক্ষিত জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করতে পারে।
একটি
সুন্দর ও মনোমুগ্ধকর গ্রন্থা
তৈরি করতে হবে। তাহলে
দেখবেন বই প্রেমিরা বই
পড়তে আগ্রহবোধ করছে। প্রাথমিক
শিক্ষার সময় থেকে যদি বই পড়ার এই
ব্যবস্থা করা হয় তাহলে সেই
সন্তান ধীরে ধীরে তার জ্ঞানের চর্চা মৃত্যুর আগ পর্যন্ত করে
যাবে। যা
তার জীবন দর্শনে তাকে অনুসরণ করতে থাকবে।
জ্ঞান
ছাড়াও মানুষের কোনো মূল্য নেই। যার
জ্ঞান আছে তাকে সবাই সম্মান ও শ্রদ্ধা করে
থাকে। কথা
আছে আমাকে শিক্ষিত মা দাও আমি
তোমাদের শিক্ষিত জাতি দিবো। এই
কথাটি যেমন সত্য তেমন সত্য জ্ঞান আহরণ করা। যে যত বেশি জ্ঞান
আহরণ করতে পারবে সে তত বেশি
জ্ঞানবিদ হিসেবে পরিচিত লাভ করবে।
সব
কথার মূল কথা হলো বই পড়া ছাড়া
জ্ঞান অর্জন করা ও জ্ঞানবিদ হওয়া
সম্ভব নয়। তাই
প্রতিটি মানুষের কাজ হবে কর্মের পাশাপাশি বই পড়ে জ্ঞান
অর্জন করে তার প্রতিভাবে বিকশিত করবে। মানুষের
প্রতিভা যত বেশি প্রখর
তার জ্ঞান তত বেশি উন্নত। আসুন
বই পড়ি আলোকিত মানুষ গড়ি কথাটিকে সম্মানের চোখে দেখি ও মানি।
মজার মজার এ ধরনের লেখা
নিয়ে আবার আপনাদের সামনে আসবো এ আশা ব্যক্ত
করে আজ শেষ করছি।
সংগ্রহে: আনাসটেক বাংলা