স্মরণীয় ঘটনা আমার দেখা মাদার ওয়াক্স মিউজিয়াম ꡶ Memorable Event I Met Mother Wax Museum

 

Memorable Event I Met Mother Wax Museum
Memorable Event I Met Mother Wax Museum

স্মরণীয় ঘটনা আমার দেখা মাদার ওয়াক্স মিউজিয়াম ꡶ Memorable Event I Met Mother Wax Museum

আসসালামু আলাইকুম

গত বছর আমি, আমার স্ত্রী এবং সন্তান মিলে ভারতে বেড়াতে গিয়েছিলাম। ভারতের কলকাতাতে অনেক কিছু দেখলেও আমার কাছে স্মরণীয় হয়ে আছে মাদার ওয়াক্স মিউজিয়াম অর্থাৎ মোমের জাদুঘর।

আমরা ভারতের কলকাতা শহরের নিউমার্কেট এলাকায় বিকালে ঘুরছি। এমন সময় আমাদের সাথে দেখা হলো আমার স্ত্রীর সহকর্মী অমিত-এর সাথে। অমিত ভাই তার পরিবার নিয়ে বেড়াতে এসেছেন। অমিত কথায় কথায় বললেন, তারা আগামীকাল মাদার ওয়াক্স মিউজিয়াম দেখতে যাবেন। সাথে সাথে আমার স্ত্রীও বললো, চল সবাই আগামীকাল মাদার ওয়াক্স মিউজিয়াম দেখে আসি। যথারীতি আমরা পরের দিন বেলা একটার মধ্যে দুপুরের খাবার খেয়ে নিউমার্কেট এলাকা থেকে একটি ট্যাক্সি করে মাদার ওয়াক্স মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হলাম। বেলা আড়াইটার দিকে আমরা ওয়াক্স মিউজিয়ামে পৌঁছালাম।

মাদার ওয়াক্স মিউজিয়ামে আসলে কী আছে, সে বিষয়ে আমার ধারণা ছিল না। আমরা প্রবেশ টিকিট সংগ্রহ করে মাদার ওয়াক্স মিউজিয়ামের প্রবেশ দ্বারে পৌঁছালাম এবং সেখানে আমাদের সাথে দেখা হলো অমিত ভাই এবং তার পরিবারের সাথে। অতিম ভাই-এর পরিবারের চারজন এবং আমরা তিনজন। সব মিলিয়ে সাতজন। আমরা একসাথে দেখা শুরু করলাম।

মাদার ওয়াক্স মিউজিয়ামে প্রবেশ করতেই প্রথমে একজন স্বাগত জানালো। পরে জানতে পারলাম এটা মোমের মূর্তি। একে একে দেখি পৃথিবীর বিভিন্ন পেশায় যাঁরা স্মরণীয় হয়ে আছেন তাদের জীবন্ত মোমের মূর্তিতে ভরা মিউজিয়ামটি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের রাষ্ট্রপতি এ.পি.জে আবুল কালাম, প্রণব মুখার্জী, মহাত্ম গান্ধী, বিল ক্লিনটন, নেলসন ম্যান্ডেলাসহ পৃথিবীর স্মরণীয় নেতৃবৃন্দ। দেখে মনে হবে এরা সবাই জীবন্ত।

এছাড়া আছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জগদীশ চন্দ্র বসুসহ বিভিন্ন বিখ্যাত মানুষের মূর্তি।

ঘুরতে ঘুরতে আমরা এসে গেলাম ভূতের রাজ্যে। এখানে একটি কক্ষে ভৌতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভৌতিক শব্দের জন্য এখানে গা ছমছম করে, ভয় লাগে। এখানকার পরিবেশটাই অন্যরকম।

এরপর আমরা দেখলাম ফুটবল খেলোয়াড় ম্যারাডোনা, রোনালডোকে। দেখলাম ক্রিকেট খেলোয়াড় শচীন টেন্ডুলকার, কপিল দেব, সৌরভ গাঙ্গুলীসহ বিভিন্ন বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের মূর্তি।

একসময় আমরা এলাম মাইকেল জ্যাকসন, ম্যাডোনার মূর্তির সামনে। এখানে মূর্তিতে লাইটিং এর মাধ্যমে নাচের দৃশ্যের সৃষ্টি করা হয়েছে। এখানে এসে ছোটো-বড় সবাই মনের আনন্দে নেচে নিচ্ছে। আমরাও সবাই মনের আনন্দে নেচে নিলাম। মাদার ওয়াক্স মিউজিয়াম অর্থাৎ মোমের মূর্তির জাদুঘর আমার কাছে আজও স্মরণীয় হয়ে আছে।

 

সংগ্রহে: আনাসটেক বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url