নিয়ম মতো চলো ꡶ Follow the rules
![]() |
Follow the rules |
নিয়ম মতো চলো সবে
নিয়ম মতো চলো
অনিয়ম আছে যতো
পায়ে পিষে দলো।
ভোরের আযান শুনলে পরে
ঘুম হতে জাগো
ওজু করে খোদার রাহে
দোয়া তুমি মাগো।
নিয়ম মতো নামাজ পড়ে
কোরান যদি পড়
বাড়বে তোমার জ্ঞান গরিমা
হবে অনেক বড়।
নিয়ম মতো পড়া করো
নিয়ম মতো খাও
নিয়ম মতো রোজ সকালে
স্কুলেতে যাও।
স্কুলেতে গিয়ে তুমি
শুনবে কথা স্যারের
কোনো রকম অসম্মান
হয় না যেন তাদের।
ভালো করে গোসল করো
যখন ফেরো বাড়ি
সুস্থ সবল দেহের কাছে
নস্যি টাকা-কড়ি।
বিকেল হলে খেলাধুলা
করো যদি রোজই
সুস্থ শরীর থাকবে তোমার
হবে নাতো লেজি।
রুটিন মাফিক পড়ার ফাঁকে
নিজউপেপার পড়ো
নতুন নতুন জ্ঞানের মধু
তুমি জোগাড় করো
সন্ধ্যে হলে মন দিয়ে
পড়া করো শুরু
তোমার উপর তুষ্ট থাকেন
যেন তোমার শুরু।
তুমি যখন ঘুমোতে যাও
প্রভুর নাম স্মরে
দিনের হিসাব নিজেই নিও
ভালো হবার তরে।
খোদার উপর আস্থা যদি
সদাই তোমার থাকে
ঝড় ঝাপটা যতোই আসুক
পড়বে নাতো ফাঁকে।
এসো না তাই আমরা সবাই
নিয়ম মতো চলি
আমরা হবো বীরের জাতি
সবাই মিলে বলি।
এমন
মজার মজার কবিতা পড়ার জন্য আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। এই
ওয়েবসাইটটিতে আরও বিভিন্ন লেখালেখি আছে যা পড়ে আপনাদের
বিভিন্ন ধরনের উপকার হতে পারে। কারণ
আমাদের সাইটটি সেভাবেই তৈরি করা হয়েছে। যা
পড়বেন তো শিখবেন, বুঝবেন
ও আনন্দ পাবেন। এ
আশা ব্যক্ত করে এখানে শেষ করছি।
সংগ্রহে: আনাসটেক বাংলা