একটি স্বপ্ন ꡶ A Dream

 

A Dream
A Dream


একটি স্বপ্ন   ꡶  A Dream

 

হাসিব ড্রীম, তুনি নও শুধু একটি প্রতিষ্ঠান

এখানে এসে সব মানুষে পায় সম্মান।

হাসিব ড্রীম, তুমি কুষ্টিয়াবাসীর গর্ব

যেখান থেকে সোনামণিরা লাভ করে জ্ঞানগর্ভ।

হাসিব ড্রীম, তুমি মায়ের কোলে শায়িত শিশুর হাসি

যাকে নিয়ে মা স্বপ্ন দেখে যান রাশি রাশি।

মায়ে স্বপ্ন পূরণে তুমি করেছ অঙ্গীকার

শত বাধা পেরিয়েও সফল তুমি করেছ অঙ্গীকার

আমলাপাড়ায় প্রতিষ্ঠিত তুমি এমন একটি আলো

যে আলোতে আলোকিত হবে শিক্ষার্থী হাজারো।

যেথায় যাই সেথায় তোমার জয়ধ্বনি শুনি

মানব হৃদয়ে স্থান নিয়ে মোদের করেছ ঋণী।

হাসিব তোমার সেই স্বপ্ন বাস্তবায়নে

আমরা গড়ব হাজারো রত্ন।


এমন মজার মজার কবিতা পড়ার জন্য আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। এই ওয়েবসাইটটিতে আরও বিভিন্ন লেখালেখি আছে যা পড়ে আপনাদের বিভিন্ন ধরনের উপকার হতে পারে। কারণ আমাদের সাইটটি সেভাবেই তৈরি করা হয়েছে। যা পড়বেন তো শিখবেন, বুঝবেন ও আনন্দ পাবেন। এ আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। 


সংগ্রহে: আনাসটেক বাংলা 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url