ভাবছি ꡶ Thinking
![]() |
Thinking |
ভাবছি ꡶ Thinking
ভাবছি বসে নদীর ধারে,
আঁকব ছবি খাতায়,
কখন যেন সন্ধ্যে এসে,
পড়ল ছায়া হেথায়।
ভাবছি আমি পড়বো ছড়া,
লিখবো নোটের পাতায়,
হঠাৎ দেখি বৃষ্টির ফোঁটা
পড়ছে গাছে মাথায়।
ভাবছি গাইবো একখানা গান,
কোকিল গলা ছেড়ে,
এমন সময় লাল গরুটা,
আসলো ছুটে তেড়ে!
ভাবছি আমি ভাববো না আর
দস্যি ছেলের দল,
এমন সময় বলল ওরা,
হাসির শোলক বল।
এমন
মজার মজার কবিতা পড়ার জন্য আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। এই
ওয়েবসাইটটিতে আরও বিভিন্ন লেখালেখি আছে যা পড়ে আপনাদের
বিভিন্ন ধরনের উপকার হতে পারে। কারণ
আমাদের সাইটটি সেভাবেই তৈরি করা হয়েছে। যা
পড়বেন তো শিখবেন, বুঝবেন
ও আনন্দ পাবেন। এ
আশা ব্যক্ত করে এখানে শেষ করছি।
সংগ্রহে: আনাসটেক বাংলা