কীবোর্ডে আপনার লেখার গতি বাড়াবেন কীভাবে সঠিক নিয়মটি জেনেনিন ꡶ How to speed up your keyboard typing Know the correct rule
![]() |
How to speed up your keyboard typing Know the correct rule |
আসসালামু আলাইকুম
কম্পিউটার বা ল্যাপটপ এর কীবোর্ডের কীগুলোর মধ্যে F এবং J অক্ষর দুইটি আলাদা। খেয়াল করলে দেখবেন F এবং J অক্ষর দুটির জায়গায় সামান্য় উচু বা চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে। অবশ্যই আপনি এই কীগুলোর সম্পর্কে চিন্তাভাবনা করেছেন। যদি আমাদের হাতের আঙ্গুলগুলো সঠিকভাবে ব্যবহার করি তাহলে, কীবোর্ডের ব্যবহার আরও অতি অল্প সময়ের মধ্যে আমাদের নিয়ন্ত্রনে চলে আসবে এবং আমাদের টাইপিংয়ের গতি অনেক বেড়ে যাবে। এখন আমরা নিচের কীবোর্ডের মত করে আমাদের আঙ্গুলগুলো সাজিয়ে নেবো:
![]() |
How to speed up your keyboard typing Know the correct rule |
এখন আমাদের প্র্যাকটিস শুরু করবো:
*
সবার
প্রথমে কিবোর্ডের F
এর উপর বাঁ হাতের তর্জনি রাখবো। এরপর আপনার বাঁ হাতের তর্জনি বরাবর
F
এর পাশে D, S, A রয়েছে
তার উপর আপনি বাকি ৩টি আঙ্গুল রাখবো।
*
ঠিক
একইভাবে কিবোর্ডের J এর উপর ডান হাতের তর্জনি রাখবো। এরপর আপনার
ডান হাতের তর্জনি বরাবর J এর পাশে K,
L, : রয়েছে
তার উপর আপনি বাকি ৩টি আঙ্গুল রাখবো।
*
এরপর
আপনি, আপনার
বাঁ এবং ডান হাতের বুড়ো আঙ্গুল স্পেস বারের উপর রাখবো।
* এই ভাবে আপনার প্রত্যেকটি আঙ্গুলে আড়াআড়ি এবং উপর নিচের অক্ষরগুলো আলাদা আলাদা করে টাইপ করতে থাকুন। দেখবেন আপনার অক্ষরগুলো আপনার মনে মধ্যে গেথে যাচ্ছে এবং ইংরেজি ও বাংলা লেখার গতি ক্রমানুসারে বেড়েই চলেছে।
বন্ধুরা আমি আশা করি আপনার
কীবোর্ড এর লেখার গতি বাড়িয়ে আপনি আপনার লক্ষ্যে পুছিয়ে যান। আমি আপনাদের কীবোর্ডের
লেখার সঠিক যে নিয়মটি সেটিই আমি দেখাতে বা বলতে চেয়েছি। এটাই কীবোর্ডের প্রকৃত
নিয়ম। আপনাদের শুভকামনা রইলো।
সংগ্রহে: আনাসটেক বাংলা