ভালো উদ্যোগই হোক মহৎ কাজের লক্ষ্য ꡶ Good initiative is the goal of great work

 

Good initiative is the goal of great work
Good initiative is the goal of great work

ভালো উদ্যোগই হোক মহৎ কাজের লক্ষ্য ꡶ Good initiative is the goal of great work


আসসালামু আলাইকুম

অনিক ও রহিত দুই বন্ধু। দুজনেই চতুর্থ শ্রেণির ছাত্র। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে ওরা লক্ষ্য করল, কামাল বটগাছের নিচে বসে কাঁদছে। কামাল ওদের স্কুলেরই তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। ওরা দুজনে কামালের কাছে এগিয়ে গিয়ে বলল, কিরে কামাল আজ স্কুলে যাসনি কেন? এখানে বসে কাঁদছিস কি হয়েছে তোর? কামাল কাঁদো কাঁদো হয়ে বলল, আমার একটি মাত্র জামা গতকাল স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে গিয়েছিল তাই স্কুলে যেতে পারিনি। এই কারণেই কাঁদছি। আমার যদি আর একটা জামা থাকত তাহলে হয়ত আজ আমার স্কুল বন্ধ যেত না। কামালের কথা শুনে অনিক ও রহিতের খুব খারাপ লাগল। দুজনেই মনে মনে ভাবল, আহা বেচারার কতই না কষ্ট! আমরা যদি ওর জন্য কিছু করতে পারতাম তাহলে ভালো লাগত। এই বলে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা হল। রাস্তায় যেতে যেতে ওরা আলাপ করল, কাল স্কুলে গিয়ে সবার সাথে আলোচনা করে বের করতে হবে কামালের জন্য কি করা যায়? 

পরের দিন সবাই স্কুলে হাজির হওয়া মাত্রই অনিক ও রহিত শ্রেণিকক্ষের মধ্যে উঠে দাঁড়িয়ে বলল, আমাদের কিছু বলার আছে- তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। এই বলে ওরা গতকালের ঘটনাটি বর্ণনা করল। সবশুনে সবাই একমত হয়ে বলল, আসলেই আমাদের কামালের জন্য কিছু করা দরকার। সবাই মিলে ভাবতে শুরু করল কি করা যায়? পলাশ চতুর্থ শ্রেণির ক্যাপ্টেন সে বলল, আমরা সবাই মিলে ওর জন্য একটা জামা কিনে দিতে পারি। পলাশকে থামিয়ে দিয়ে করিম বলল, আমার অনেকগুলো জামা আছে আমি বরং তার থেকে ওকে একটা দিয়ে দেব। ক্লাসের সব থেকে শান্ত ছেলে বলল, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়- আমাদের সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি একটা জায়গায় রাখি আবার সেখান থেকে ওই জিনিসগুলো যার প্রয়োজন হলো সে নিয়ে নিল তাহলে কেমন হয়। সবাই কিছুক্ষণ ভেবে বলল, খুব ভালো প্রস্তাব এতে করে আমাদের সবার কোন না কোন উপকার হবেই। এভাবেই আমারা মানুষ মানুষের জন্য আর বন্ধু বন্ধুর জন্য মহৎ কাজের ‍উদ্যোগ নিয়ে জীবনের প্রতিটি মূহূর্তকে উপভোগ করতে পারি। 

একটি ভালো  উদ্যোগই হতে পারে একটি মহৎ কাজের উপব্ধি। মানুষ তার প্রতিটি ক্ষেত্রে সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করুক আর তার ফল ভোগ করুক এই আশাই করি। 

 

 সংগ্রহে: আনাসটেক বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url