শিক্ষার্থীদের ইউনিক আইডির ডাটা এন্ট্রির সুযোগ আবার বাড়ানো হয়েছে ꡶ Data entry scope of students' unique ID has been extended again
![]() |
Data entry scope of students' unique ID has been extended again |
শিক্ষা মন্ত্রণালয়াধীন ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন এস্টাবলিশমেন্ট অব ইন্টগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টে (IEIMS) প্রকল্পের আওতা CRVS ব্যবস্থার আলোকে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের শিক্ষার্থী প্রোফাইল ডেটাবেজ প্রণয়ন ও UID প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে Student Profile Database এ Software এর মাধ্যমে Date Entry এর কাজ চলমান রয়েছে। বর্ণিত Data Entry এর সময়সীমা ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত নির্ধারিত ছিল।
* Software এর Maintenance ও NID এর সাথে VPN সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ কিছু অনাকাঙ্খিত সমস্যার কারণে বিগত সপ্তাহে Software এ Data Entry কার্যক্রম কিছুটা বাধাগ্রস্থ হয়েছে। এ কারণে বর্ণিত Data Entry কার্যক্রমের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত পুর্ণনির্ধারণ করা হলো।
* আগামী ৩১ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে Data Entry এর কাজ সমপন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নিম্নে বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হলো:
![]() |
Data entry scope of students' unique ID has been extended again |
সংগ্রহে: আনাসটেক বাংলা