শিক্ষার্থীদের ইউনিক আইডির ডাটা এন্ট্রির সুযোগ আবার বাড়ানো হয়েছে ꡶ Data entry scope of students' unique ID has been extended again

Data entry scope of students' unique ID has been extended again
Data entry scope of students' unique ID has been extended again



শিক্ষার্থীদের ইউনিক আইডির ডাটা এন্ট্রির সুযোগ আবার বাড়ানো হয়েছে ꡶ Data entry scope of students' unique ID has been extended again


শিক্ষা মন্ত্রণালয়াধীন ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন এস্টাবলিশমেন্ট অব ইন্টগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টে (IEIMS) প্রকল্পের আওতা CRVS ব্যবস্থার আলোকে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের শিক্ষার্থী প্রোফাইল ডেটাবেজ প্রণয়ন ও UID প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে Student Profile Database এ Software এর মাধ্যমে Date Entry এর কাজ চলমান রয়েছে। বর্ণিত Data Entry এর সময়সীমা ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত নির্ধারিত ছিল।

* Software এর Maintenance ও NID এর সাথে VPN সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ কিছু অনাকাঙ্খিত সমস্যার কারণে বিগত সপ্তাহে Software এ Data Entry কার্যক্রম কিছুটা বাধাগ্রস্থ হয়েছে। এ কারণে বর্ণিত Data Entry কার্যক্রমের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত পুর্ণনির্ধারণ করা হলো।

* আগামী ৩১ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে Data Entry এর কাজ সমপন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নিম্নে বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হলো: 

Data entry scope of students' unique ID has been extended again


শেষ কথা হলো এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিম্রে উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ‍ব্যুরো (ব্যানবেইস)। 


 সংগ্রহে: আনাসটেক বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url