রুখবো মাদক গড়বো দেশ ꡶ I will stop drugs and build the country


I will stop drugs and build the country
I will stop drugs and build the country



রুখবো মাদক গড়বো দেশ ꡶ I will stop drugs and build the country


আসসালামু আলাইকুম

ভয়াবহ এক ব্যাধি মাদকাসক্তি। শুধু ব্যাক্তি নয়, গোটা সমাজকে ধ্বংস করে দেয়ার জন্য অন্যতম কারণ এই মাদকসক্তি। মাদকাসক্তের দুই তৃতীয়াংশই তরুণ বা যুব সমাজ। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই অতি দ্রুত মাদকসক্তি প্রতিরোধ করা না গেলে যুব সমাজ তথা জাতি অন্ধকারে নিপতিত হবে । প্রত্যেক ব্যক্তি একটি পরিবার বা সমাজের অংশ। পরিবার একজন মানুষের জন্য অতি প্রাচীন কাল থেকে সর্বপ্রথম ও প্রাথমিক শিক্ষাকেন্দ্র হিসেবে পরিগনিত হয়। পরিবার আদর্শ ও নৈতিকতা শিক্ষার সর্বপ্রথম ও প্রাথমিক স্তর। প্রায় সব তরুণ-তরুণী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বা সম্পৃক্ত সমাজ তথা জাতিকে সামনের দিকে অগ্রসর করতে পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাদকাসক্তি ও মাদক নিয়ন্ত্রন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকাসক্তি প্রতিরোধ তাই পরিবার ও শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিদিষ্ট বয়সের পর খেয়াল রাখা উচিত শিশু/তরুণ/কিশোরটি কার সাথে মেলামেশা করছে। তার বন্ধুবান্ধবদের সাথেও সুন্দর সম্পর্ক গড়ে তোলা উচিত, মত বিনিময় করা উচিত। সন্তানের সাথে পিতা-মাতা ও শিক্ষকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এবং তার ভালবাসার আর নির্ভরতার স্থানটি যেন আপনি হতে পারেন সে দিকে খেয়াল রাখতে হবে সে যেন তার আবেগ অনুভূতিগুলো আপনার সাথে ভাগ করে নিতে পারে।

পিতামাতা ও শিক্ষককে নিজের চরিত্র গঠনেও সচেষ্ট হতে হবে। নিজের ব্যক্তিত্বকে সুগঠিত করতে হবে যেন আপনি অনুসরণীয় ব্যক্তি বা আদর্শ হিসেবে উপস্থাপিত হতে পারেন। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের কতগুলো নীতিমালা প্রণয়ন ও অনুসরণ করতে হবে । যেমন যে কোন মাদক যে কোন পর্যায় গ্রহণ নিষেধ, যেসব পার্টিতে মাদক ব্যবহারের সম্ভাবনা থাকে যেসব পার্টিতে যাওয়া নিষেধ, রাতে বাড়ির বাইরে থাকা যাবেনা, খাবার একই টেবিলে একসাথে খেতে হবে, মাদকের কূফল সম্পর্কে শিক্ষা দিতে হবে। মাদকাসক্তির লক্ষণগুলো সম্পর্কে নিজে জানা এবং তাদেরও সচতেন করা। 

সন্তানকে আপনার সুন্দও চাওয়া পাওয়ার ব্যাপারগুলো স্পষ্ট করে বলুন শিক্ষক তার ছাত্রদের পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলা, ব্যায়াম, বিতকর্, ছবিআঁকা ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধ করুন। এসব সুকুমার চর্চার মাধ্যমে মন ও মনন সুন্দর হয়। অনুশাসন ও নিয়মানুবর্তিতা মেনে চলার বিষয়ে প্রয়োজনে কিছুটা কঠোর হতে হবে। তাহলে আমাদের তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করা যাবে। ফলে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে । মাদকমুক্ত বাংলাদেশ গড়তে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে  অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মাদক সেবন একটি মারাত্মক ভয়াবহ ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদের সমাজ ও জাতিকে রক্ষা করতে আমরা ব্যর্থ প্রকাশ করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়বো। তাই আমাদের সবাইকে সচেতনতার সাথে জীবন করতে পারি এই আশা কামনা করি। 

  

সংগ্রহে: আনাসটেক বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url