জীবন কী? ꡶ What is life
![]() |
What is life |
আসসালামু
আলাইকুম
সৃষ্টিকূলের সেরা জীব মানুষ। আর সৃষ্টিকর্তা-ই মানুষকে সেরা ও সর্বশ্রেষ্ট জীব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই জীব হতেই জীবন, যাদের জীবন আছে তারা-ই জীব। কিন্তু জীবন কী?
জীবনের সংজ্ঞা খুঁজতে বেরিয়েছিলাম একজন জীববিজ্ঞানীর কাছে। জানতে চেয়েছিলাম জীবন কী? কিছুটা গম্ভীরভাবে বলতে লাগলেন সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম ও একটোপ্লাজম সমন্বয়ে যে প্লাজমা মেমরেন্ট গঠিত হয় তাকেই জীবন বলে। এবার একজন চিকিৎসকের নিকট জানতে চাইলাম জীবন কী? তিনি হাত নাড়িয়ে চিকিৎসার ঢংয়ে বললেন- হৃদযন্ত্রসহ জীবের দেহের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গের সুস্থ্যতা-ই জীবন।
এবপর আমি একজন সামরিক বিশেষজ্ঞের কাছে প্রশ্ন রাখলাম জীবন কী? তিনি কিছুটা যুদ্ধের ঢংয়ে বললেন- কোন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যে কোন শক্রপক্ষকে পরাস্ত করার অঙ্গীকার ও কৌশল-ই জীবন। এবার একজন শিক্ষকের নিকট জানতে চাইলাম জীবন সম্বন্ধে। তিনি আমাকে শিক্ষার্থী ভেবে বুঝিয়ে বলতে লাগলেন- জীবন হলো জীবের বা প্রাণীর প্রধান অস্তিত্ব যা ছাড়া জীব মূল্যহীন, অচল। জীবন থাকলেই জীব চলাফেরা বা নড়াচড়া করতে পারে। জীবন একটি অমূল্য অদৃশ্যসত্বা।
এরপর একজন মাঝির কাছে ‘জীবন কী?’ জানতে চাইলাম। উত্তরে তিনি বলতে লাগলেন- সারাদিন দাঁড় আর গুণ টেনে নদীর উজান থেকে ভাটি আর ভাটি থেকে উজানে নৌকা বেয়ে নদী পারাপার-ই জীবন। এবার একজন ভিক্ষুকের কাছে জানতে চাইলাম জীবন সম্বন্ধে। তিনি দু’হাত উপরের দিকে তুলে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন- সারাদিন কখনও রাস্তায়, কখনও বাড়ী-বাড়ী ঘুরে যে সামান্য উপার্জনটুকু হয়, তা-ই দিয়ে সন্ধ্যায় দু’মুঠো খেয়ে বেঁচে থাকা-ই জীবন।
সবশেষে একজন মেধাবী ছাত্রকে প্রশ্ন করলাম, ‘জীবন কী? জীবনের সংজ্ঞা দাও।’ সে পঠন ভঙ্গীতে বলতে লাগলো- জীবন হলো এক অদৃশ্য জীবস্ত সত্বা যা চোখে দেখা যায় না, অনুভব করা যায়। কারণ, জীবন থাকলেই জীব-জীবিত থাকে। এটাই কি জীবন? জীবনের প্রকৃত সংজ্ঞা কী? আমার মনে হয় জীবনের প্রকৃত বা পূর্ণাঙ্গ সংজ্ঞা আজো কেউ-ই উপস্থাপন করতে পারেনি। তবে সংক্ষেপে এক কথায় জীবের পূর্ণাঙ্গতা-ই জীবন, জীবন ছাড়া জীব সম্পূর্ণ অচল ও অস্তিত্বহীন।
জীবন কী? এটা নিয়ে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনাকে সবাই পাগল বলবে। আপনি আপনার জীবনকে ভালোবাসে এটাই মূল বিষয়। আপনার প্রতিটি পদক্ষেপ হবে সুন্দর ও সুস্পর্শ যা জীবনকে করবে সুন্দর ও উন্নত। যার ফলে আপনি আপনার জীবনকে অন্যতম জগৎ হিসেবে উপস্থাপন করতে পারবেন- এই আশা ব্যক্ত করছি।
সংগ্রহে: আনাসটেক বাংলা