বিজ্ঞান ও প্রযুক্তির অভিনব আবিষ্কারসমূহ ꡶ Innovative innovations in science and technology

 

বিজ্ঞান ও প্রযুক্তির অভিনব আবিষ্কারসমূহ  ꡶  Innovative innovations in science and technology
বিজ্ঞান ও প্রযুক্তির অভিনব আবিষ্কারসমূহ  ꡶  Innovative innovations in science and technology

বিজ্ঞান ও প্রযুক্তির অভিনব আবিষ্কারসমূহ 

Innovative innovations in science and technology


আসসালামু আলাইকুম

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যানে আমরা এমন কিছু বৈজ্ঞানিক আবিষ্কার পেয়েছি যা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এবং পৃথিবীকে নতুন করে দেখতে সাহায্য করে। বিজ্ঞানীদের এসকল কালজয়ী আবিষ্কার আমাদের নতুন কিছু শিখতে ও জানতে অনুপ্রেরণা যোগায়। আধুনিক বিজ্ঞানের যে সকল চমকপ্রদ আবিষ্কার আমাদেরকে অনুপ্রাণিত করে তা নিম্নে আলোচনা করা হলো:

ইলিশের জিন রহস্য উদঘাটন: 

আমরা সবাই জানি পাটের জীবন রহস্য বা জিন নকশা উদঘাটন করেন বাংলাদেশী বিজ্ঞানী মাকসুদুল আলম ও তার গবেষকদল। সম্প্রতি ইলিশ মাছের জিন রহস্য উদঘাটন করে আরেক বাংলাদেশী বিজ্ঞানী ড. মং সানু মারমা বিজ্ঞান চর্চায় এক অসামান্য অবদান রেখেছেন। ইলিশ কী পুকুরে চাষ করা সম্ভব এর স্বাদ অটুট রেখে বা পদ্মার ইলিশ কেন এত সুস্বাদু এমন সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইলিশের জিন রহস্য উদঘাটনের ফলে। বিজ্ঞানের ভাষায় জিনোম বলতে জীবের সমস্ত বংশগতিক তথ্যের সমষ্টি বোঝায়। জিনোম সাধারণত DNA বা RNA দ্বারা গঠিত। ইলিশের জিন রহস্য উদঘাটনের এই যুগান্তকারী আবিষ্কারে ড. মং সানু মারমার সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যপক হাসিনা খানের নেতৃত্বে দেশের কয়েকজন গবেষক। ইলিশ মাছের জিন রহস্য আবিষ্কারের তথ্য জানার পর সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তা হলো ইলিশ মাছ কি চাষ করা যাবে? উত্তরটি দিয়েছেন সয়ং ড. মং সানু মারমা। তিনি বললেন- কাজটি সবে শুরু হয়েছে, যেতে হবে আরো বহু দূর। তবে ইলিশের ব্যাপারে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি আরো বলেন- গবেষনার ফলে মূল দরজাটি খুলে গেছে, এখন শুধু এগিয়ে যাওয়া। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৫ লাখ মেট্রিক টন উৎপাদন করেছে। ইলিশ মাছ রপ্তানী করে বাংলাদেশ প্রচুর  বৈদেশিক মুদ্রা অর্জন করে। ইলিশের এই জিন রহস্য উদঘাটনের ফলে ইলিশ মাছ হতে পারে বাংলাদেশের সোনার খনি।

৩৬০ ডিগ্রি সেলফি: 

আধুনিক বিজ্ঞানের এই যুগে সেলফি তুলতে কে না ভালোবাসে আর সেটি যদি হয় ৩৬০ ডিগ্রি সেলফি তাহলে তো কথায় নেই। ২০১৩ সালে অক্সফোর্ড ডিকশোনারি Selfie কে বছরের সেরা শব্দ নির্বাচিত করেছিল। বিশ্বজুড়ে মানুষ প্রতিদিন গড়ে ১০ লাখের ও বেশি Selfie তুলে। সেলফির এই বিপুল জনপ্রিয়তার যুগে নতুন ধারা নিয়ে আসবে এই ৩৬০ ডিগ্রি সেলফি। এই প্রযুক্তির ফলে ৩৬০ ডিগ্রি কোণে অর্থ্যাৎ উপর-নিচ, সামনে-পিছনে চারিদিক দিয়ে Selfie তোলা যাবে। সম্প্রতি হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করেছেন ৩৬০ ডিগ্রি সেলফি। বিজ্ঞানীদের অভিনব এই আবিষ্কারকে সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত জনপ্রিয় আবিষ্কার হিসাবে ধরা হচ্ছে।

অন্ধের দৃষ্টি শক্তি ফিরে পাওয়া:

Age-related Macular Degeneration (AMD) এমন একটি রোগ বেশিরভাগ ক্ষেত্রেই রোগী এই রোগে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। কিন্তু (AMD)রোগে আক্রান্ত হয়ে একজন মানুষ অন্ধত্ব বরণ করবে এটিতো বিজ্ঞানীরা মেনে নিতে পারে না। বিজ্ঞানীদের অক্লান্ত চেষ্টায় আবিষ্কৃত হয়েছে স্টেম সেল থেরাপি। সম্প্রতি উক্ত রোগে আক্রান্ত ২ জন ব্যক্তি যারা তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তাদের উপর পরীক্ষামূলক ভাবে স্টেম সেল থেরাপি দেওয়া হয় এবং বিজ্ঞানীরা সফল হয়। তারা উভয়ই তাদের দৃষ্টিশক্তি ফিরে পান। নিঃসন্দেহে বিজ্ঞানের এই অভিনব আবিষ্কার AMD রোগের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার।

রোবট মাছ: 

রোবট সর্ম্পকে আমরা সবাই জানি। রোবট বিজ্ঞানীদের এমন এক আবিষ্কার যা মানুষের অনেক কঠিন কাজকে সহজ করে দেয়। রোবট কথাটি অনুমেয় হলেও রোবট মাছ শুনতে একটু বিস্ময়কর লাগে। ২০১৮ সালের ২১শে মার্চ “সায়েন্টিফিক রোবটিকস্” নামক জার্নালে এম আই টির গবেষকগণ তাদের আবিষ্কৃত রোবট মাছ Sofi Robotic Fish বা Sofi-এর কথা উল্লেখ করেন। সমুদ্রের তলদেশে কোনো রোবট পাঠানো অত্যন্ত কষ্টসাধ্য। সাধারণ রোবট পাঠালে এর সিগন্যাল বারবার ছুটে যায়। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা তৈরি করলেন রোবট মাছ Sofi  যাতে রেডিও সাউন্ডের পরিবর্তে অ্যাকুস্টিক সাউন্ড ব্যবহার করা হয়েছে এবং এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখতে হুবহু মাছের মত। এর ফলে পানির গভীরে একে কোন মাছ বা জলজ প্রাণীরা চমকে গিয়ে তাদের গতিপথ পরিবর্তন করে না। বিজ্ঞানীদের এই অভিনব আবিষ্কারের ফলে সমূদ্র তলদেশে গবেষণা করা এখন আরো সহজ হয়ে গেল।

বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ যে সময় টিকে থাকলে হলে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমকে ব্যবহার করে টিকে থাকতে হবে। তাই বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা আপনাদের বিজ্ঞান ও প্রযুক্তির কিছু ঘটনা ও তথ্যবহুল বিষয়কে উপস্থাপন করেছি। যা আমাদের নতুন প্রজন্মদেরকে আরোও উৎসাহিত করতে পারে। তাই আমাদের জীবনের গতিপথকে উন্নতি করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া আর কোনো মাধ্যম জানা নেই। তদুপরি আসুন বিজ্ঞান ও প্রযুক্তিকে আকড়িয়ে ধরি উন্নতি জীবন-যাপন গড়ি। আমাদের জীবনের প্রতিটি লক্ষ্য হোক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি। 


সংগ্রহে: আনাসটেক বাংলা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url