কম্পিউটারের গতি বাড়াতে আপনার করণীয় কি? জেনেনিন ꡶ What can you do to increase the speed of the computer? Don't know
![]() |
What can you do to increase the speed of the computer? Don't know |
আসসালামু
আলাইকুম
আধুনিক
জীবনে কম্পিউটারের গুরুত্ব অনেক বেশি। প্রতিদিন
নানা কাজে ব্যবহার হয়ে থাকে কম্পিউটার। আর
এই প্রয়োজনীয় ডিভাইসটি নিয়মিত ব্যবহারের ফলে অনেক সময় এর গতি কমে
যায় বা অনেক দিন
অপারেটিং না করলেও স্লো
হয়ে যায়। কিন্তু
ইচ্ছা করলেই এ সমস্যা থেকে
মুক্তি পাওয়া যেতে পারে। এজন্য
প্রতিদিন অনুসরণ করতে হবে কিছু টিপস। এর
মাধ্যমেই বেড়ে যাবে কম্পিউটারের গতি। কম্পিউটারের
গতি বাড়ানোর টিপসগুলো নিম্নোরূপ:
* প্রথমেই Start বাটনে থেকে Run এ যান। Run এ গিয়ে যথাক্রমে tree, help,
ipconfig, chkdsk লিখে Enter চাপুন। দেখবেন
কমান্ড প্রম্পটের মত একটি কালো
উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে দ্রুত চলে যাবে। কিন্তু chkdsk এর কালো উইন্ডোটি 100% পূরণ হওয়ার পর চলে যাবে। tree, help, ipconfig, chkdsk ব্যবহারের ফলে আপনার পিসির সবগুলো ফাংশন দ্রুত কাজ করবে।
* যারা Windows Seven ব্যবহার করেন তারা Start এ গেলেই Run অপশনটি পাবেন
না। তাদেরকে
যেতে হবে- Start> All
programs> Accessories> Run।
* এরপর
আবার Start এ ক্লিক করে Run এ যান prefetch লিখে Enter চাপুন। এখন
যে ফাইলগুলো ওপেন হবে সব Delete করে দিন।
* একইভাবে, Run এ গিয়ে যথাক্রমে recent,
temp, %temp% লিখে Enter চাপুন। ওপেন
হওয়া ফাইলগুলো Delete করে দিন।
* একইভাবে, Run এ গিয়ে dxdiag লিখে Enter চাপুন।
দেখবেন কমান্ড প্রম্পটের মত একটি উইন্ডো
আপনার সামনে ওপেন হবে এবং উইন্ডোর নিচে বামপাশে Run বক্সটি সম্পূর্ণ পূরণ হওয়ার পর উইন্ডোটি Exit করে দিন।
* একইভাবে, Run এ গিয়ে local
settings লিখে Enter চাপুন। দেখবেন local
settings এর ফোল্ডার আপনার সামনে ওপেন হবে। এরপর Temporary
Internet Files, Temp, History নামের তিনটি ফোল্ডার ওপেন হবে।
এই
তিনটি ফোল্ডার থেকে History বাদে Temporary
Internet Files, Temp ওপেন
করে যে ফাইলগুলো পাওয়া
যাবে তা Delete করে local settings ফোল্ডারটি Close করে দিন।
কম্পিউটারের
গতি বাড়িয়ে স্বাচ্ছন্দে কাজ করতে প্রতিদিন এই টিপসগুলো অনুসরণ
করুণ আর বাড়িয়ে নিন
আপনার কম্পিউটারের গতি- এমন প্রত্যাশা করছি।
শেষ
কথা হলো ইচ্ছা থাকলে উপায় হয়। কথাটি
যেমন সত্য, ঠিক মানুষের জীবন এখন কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যোগ হয়েছে তেমন সত্য। প্রতিটি
মানুষ কর্ম ক্ষেত্রে এখন কম্পিউটার ছাড়া আর কোনো উপায়
দেখতে পারছে না। আর এই ডিভাইসটিকে কিভাবে
পরিচালনা করা ও সুন্দরভাবে কার্যসম্পন্ন
করতে গেলে কি কি কাজ
করতে হবে সেগুলো আমরা জানতে পেয়েছি আজকের আলোচনার মাধ্যমে। প্রতিদিন
যদি উপরোক্ত কাজগুলো সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের কম্পিউটারটি Smooth ভাবে কাজ করতে থাকবে। আশা
করি এধরনের আরো সুন্দর সুন্দর লেখা নিয়ে আমরা আপনাদের কাছে আসতে পারি, সে আশা রেখে
আজকে শেষ করছি।
সংগ্রহে:
আনাসটেক বাংলা